উজ্জ্বল সামন্ত | বৃহস্পতিবার, ১০ ডিসেম্বর ২০২০ | পড়া হয়েছে 671 বার
পছন্দ না হলে সম্পর্ক হবে না এ কেমন কথা
নারী কি পছন্দের বস্তু ? কালো গাত্রবর্ণের মেয়েটা
তারও একটা হৃদয় আছে ভালোবাসা আছে আত্মমর্যাদা
নীলামে চড়ে রূপ রঙ এর পর বংশানুক্রমিক পণপ্রথা
লজ্জাই তার ভূষণ, জাহির করে না উন্মুক্ত যৌবন অতি আধুনিকতার সাজে
সে জানে সুশ্রী নয়, পছন্দের তালিকায় নেই ঠাঁই এই সমাজে
প্রেম ভালোবাসার সম্পর্কও ক্ষনিকের কামনার আগুনের সাড়া
তাঁর আত্মা স্বপ্নের পুরুষের ঘর সম্পর্কের বাঁধনে পড়বেনা বাঁধা
কালো প্রতিমা পূজা করতে আপত্তি নেই ভক্তিভরে
যত আচার-বিচার রক্ত মাংসের কন্যার গায়ের রঙে
চিন্তায় বাপ মায়ের ঘুম উড়েছে লোক সমাজে নানা কথা
অপমান লজ্জায় লুকিয়ে থাকে অষ্টাদশী কালো মেয়েটা
ওই মেয়েটাই যৌন অত্যাচারের শিকার রাতের অন্ধকারে
নিস্তেজ হয়ে যাওয়া আধপোড়া ক্ষতবিক্ষত
শরীরটা ঝোপে ঝাড়ে
পোস্টমর্টেম রিপোর্ট আসে শ্মশানে দেহটা ভষ্মিভূত হয়ে
সমাজের অন্ধকার দিয়েছে নির্বাসন এখন ও অজ্ঞাতবাসে
উজ্জ্বল সামন্ত
পূর্ব বর্ধমান
বাংলাদেশ সময়: ৫:৫৫ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ১০ ডিসেম্বর ২০২০
জাপানের প্রথম অনলাইন বাংলা পত্রিকা | rita rita