শাহীন আক্তার স্বাতী | বুধবার, ০৬ জানুয়ারি ২০২১ | পড়া হয়েছে 54 বার
আমি চাই কেউ আমাকে ভালোবাসুক
ভীষণ ভীষণভাবে ভালোবাসুক,
আমার ভালোর বিপরীতে মন্দটাকেও ভালোবাসুক
আমার গুণের অপর পৃষ্ঠায় যে দোষটুকু লেখা আছে
সেটাকেও ভালোবাসুক আমাকে শুধরে দিয়ে।
আমি চাইনা কেউ আমার প্রেমে পড়ুক
আমার রূপ কিনবা গুণে আকৃষ্ট হোক।
রূপ সেতো ক্ষণিকের অতিথি, পূর্নিমা চলে গেলে
অমাবস্যার চাঁদকে কজন মনে রাখে ?
আমি চাই কেউ আমাকে আমার মত করে ভালোবাসুক
আমার ত্যাগ কিনবা সমঝোতাকে নয়,
আমার প্রাপ্তি কিংবা অর্জনকে নয়,
আমার আমিটাকেই সর্বস্ব দিয়ে ভালোবাসুক।
আমার সত্ত্বাটাকে আগলে রাখুক।
পৃথিবীতে প্রেমে পড়া যতটা সহজ
ভালোবাসা ততটাই কঠিন ।
প্রেমিক হতে পারে সবাই কিন্তু
সত্যিকারের ভালোবাসার মানুষ হতে পারে কজন?
তাই আমি চাই কেউ আমাকে সত্যি সত্যি ভালোবাসুক
কেউ এসে বলুক , আমি তোমার অলিন্দ নিলয় ঘেরা
হৃদয়টাকে ভালোবাসি, তোমার বাহ্যিক আবরণটুকু নয়।
বাংলাদেশ সময়: ৬:৩৩ অপরাহ্ণ | বুধবার, ০৬ জানুয়ারি ২০২১
জাপানের প্রথম অনলাইন বাংলা পত্রিকা | rita rita