ওমর শাহ | বুধবার, ২৫ নভেম্বর ২০২০ | পড়া হয়েছে 68 বার
করোনা মহামারির কারণে আবারো টোকিওতে রেস্টুরেন্ট খোলা রাখার সময়সীমা কমানো হচ্ছে। টোকিও মেট্রোপলিট্রন সরকার অ্যালকোহল গ্রহণের সময়সীমা কমাতে পদক্ষেপ নিচ্ছে বলে সরকারি একটি সূত্রের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে জাপানের সংবাদ মাধ্যম কায়দো নিউজ।
২৫ নভেম্বর কায়দো নিউজের এক প্রতিবেদনে বলা হয়, গত তিন সপ্তাহ ধরে করোনা ভাইরাসের সংক্রমণ বেড়ে যাওয়ায় জনাকীর্ণ স্থানে বিশেষ করে বার ও রেস্টুরেন্ট খোলা রাখার সময়সীমা হ্রাস করার সিদ্ধান্ত নেয়া হচ্ছে।
সরকারের একটি সূত্র জানায়, মহামারিকালে যাতে অর্থনীতির চাকা সচল থাকে তাই বার ও রেস্টুরেন্ট ব্যবসায়ীদের ভর্তুকি দেয়ার সিদ্ধান্ত নিয়েছে টোকিও সরকার।
টোকিওর এ খাতের ব্যবাসায়ীদের ৪ লাখ জাপানি ইয়েন বা ৩৮০০ মার্কিন ডলার সহায়তা দেওয়া হবে। আগামী শনিবার থেকে ১৭ ডিসেম্বর পর্যন্ত বার ও রেস্টুরেন্ট খোলা রাখার সময়সীমা সংকোচন করার অনুরোধ করবে টোকিও সরকার।
রাত ১০ টার মধ্যে সকল বার ও রেস্টুরেন্ট বন্ধ করতে অনুরোধ জানাবে টোকিও মেট্রোপলিটন সরকার। গত আগস্টে টোকিও সরকার এ খাতের ব্যবসায়ীদেরকে ২ লাখ জাপানি ইয়েন প্রণোদনা দেয়। এর পরের মাসে আবারো ১,৫০,০০০ হাজার ইয়েন প্রণোদনা দেয় সরকার।
বাংলাদেশ সময়: ৪:৩০ অপরাহ্ণ | বুধবার, ২৫ নভেম্বর ২০২০
জাপানের প্রথম অনলাইন বাংলা পত্রিকা | Omar Saha