বিবেকবার্তা ডেস্ক | সোমবার, ২৬ অক্টোবর ২০২০ | পড়া হয়েছে 1619 বার
২০১৩ এর পর থেকে ভারতে প্রায় ত্রিশ হাজারের বেশি ধর্ষণের ঘটনা ঘটে। জার কোন বিচার হয়নি। পর্যায়ক্রমে এই ধর্ষণ কেবল বেড়েই চলেছে, যা মেনে নেয়া যায় না। ভারত সরকার এই ধর্ষণ দমন করতে কোন ধরনের উদ্যোগ না নেয়ায় ভারতীয়রা উদ্বেগ প্রকাশ করছেন। গত বছর ২৩ বছরের এক তরুনী এর বিরুদ্ধ আদালতে মামলা করেছিল। পরবর্তীতে সেই তরুনীর গায়ে কে বা কারা আগুন দিয়ে তাকে খুন করে।
এবছর একইভাবে এক তরুণীকে ধর্ষণ করে তার জিব্বাহ কেটে তাকে খুন করা হয়। তার প্রতিবাদে গত ১৮ সেপ্টেম্বর টোকিওর শিবুইয়া ওয়ার্ডস্থ ইউ এন বিশ্ববিদ্যালয়ের সামনে আমবেদোকাল ইন্টারনেশনাল মিশন (এ আই এম) এর উদ্যোগে প্রায় ৫০ জনের একটি গ্রুপ হাতে বিভিন্ন শ্লোগান লিখে মানব বন্ধন করে। এর নেতৃত্বে ছিলেন শ্রী গডঘাটে প্রশান্ত। তিনি সংগঠনের সাধারণ সম্পাদক।
শ্রী প্রশান্ত জানিয়েছেন সরকার দেশে ধর্ষণের বিচার তো করেই না উপরন্তু ধর্ষণের সব আলামত ন্যস্ত করে ফেলছে। তাই তিনি বলেন, কেনো বিভিন্ন সময় এসব ধর্ষনের আলামত নষ্ট করে এবং কেনোইবা বিচার করে না তা জানা নেই। তারা এর তীব্র প্রতিবাদ জানিয়ে বিশ্ব দরবারে বিচার প্রত্যাশা করেই এমন মানব বন্ধনের উদ্যোগ নেয়া।
বাংলাদেশ সময়: ৮:৪৯ পূর্বাহ্ণ | সোমবার, ২৬ অক্টোবর ২০২০
জাপানের প্রথম অনলাইন বাংলা পত্রিকা | pr placid