অনলাইন ডেস্ক | বুধবার, ১৮ নভেম্বর ২০২০ | পড়া হয়েছে 96 বার
গ্রামীণ সড়ক নির্মাণে একটি মাস্টারপ্ল্যান তৈরির নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
১৭ নভেম্বর জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভার পর এক সংবাদ সন্মেলনে পরিকল্পনা সচিব মো. আসাদুল ইসলাম সাংবাদিকদের এ নির্দেশনার কথা জানান।
তিনি বলেন, ‘একনেকে দুটি গ্রামীণ অবকাঠামো নির্মাণের প্রকল্প অনুমোদন দেওয়া হয়েছে। এসময় প্রধানমন্ত্রী পল্লী এলাকায় কী পরিমাণ সড়ক রয়েছে আর কী পরিমাণ প্রয়োজন, তার একটি মাস্টারপ্ল্যান তৈরি করে এর ভিত্তিতে প্রকল্প নেওয়ার নির্দেশনা দেন।’
সচিব বলেন, ‘স্হানীয় সরকার বিভাগের নেতৃত্বে এই পরিকল্পনা তৈরি করা হবে।’
বাংলাদেশ সময়: ৮:১৪ পূর্বাহ্ণ | বুধবার, ১৮ নভেম্বর ২০২০
জাপানের প্রথম অনলাইন বাংলা পত্রিকা | Omar Saha