শীতল চট্টোপাধ্যায় | মঙ্গলবার, ২৬ জানুয়ারি ২০২১ | পড়া হয়েছে 113 বার
সাগর পারে বন্ধু থাকে
হয়নি চোখে দেখা ,
তোমায় দিলাম উড়ান চিঠি
কল্প পাতায় লেখা ৷
তোমার দেশে মাটির গন্ধ
নাম না জানা ফুল,
মন চিঠিতে ছুঁইয়ে দিও
থাকবে সে ব্যাকুল ৷
তোমার দেশে স্কুলে যাওয়ার
শিশু-কিশোর যারা,
জানিও তাদের পড়াশোনা
খেলাধুলোর ধারা ৷
আমার চিঠি সূর্য সাথে
যাচ্ছে কালকে ভোরে,
চিনিয়ে দিও নামতে তোমার
দেশ ঠিকানার দো’রে ৷
বাংলাদেশ সময়: ৯:০৪ অপরাহ্ণ | মঙ্গলবার, ২৬ জানুয়ারি ২০২১
জাপানের প্রথম অনলাইন বাংলা পত্রিকা | rita rita