অনলাইন ডেস্ক | মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২০ | পড়া হয়েছে 166 বার
নিজের ৭৪তম জন্মদিনে আনুষ্ঠানিকতা নয় দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
২৮ সেপ্টেম্বর (সোমবার) সরকারি বাসভবন গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে যুক্ত হয়ে এ দোয়া চেয়েছেন তিনি।
তবে সরকারের সর্বোচ্চ নীতি নির্ধারণী এই ফোরামে জন্মদিনের কোনো আনুষ্ঠানিকতা ছিল না তারই নির্দেশনায়।
এ সময় প্রধানমন্ত্রী বলেন,
‘আপনাদের দোয়া চাই যাতে যতদিন বেঁচে থাকি সম্মানের সাথে বাঁচতে পারি এবং দেশের মানুষ আমার কাছ থেকে উপকৃত হয়।’
‘আমরা দেশকে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সোনার বাংলা হিসেবে রূপ দেয়ার জন্য আপ্রাণ চেষ্টা করছি।’
‘বাবা-মাসহ পরিবারের প্রতিটি সদস্যকে হারিয়ে দেশের জন্য কাজ করা কঠিন ছিল।
সর্বোপরি, আমি আমার দেশ ও জনগণের জন্য এমন কিছু করতে চাই যা আমার বাবা খুব আগ্রহের সাথে ভালোবাসতেন। আমাকে তার স্বপ্ন বাস্তবায়ন করতে হবে।’
‘করোনা ভাইরাস না এলে আমরা আরও অনেক কাজ করতে পারতাম। তারপরও যত বাধাবিঘ্ন আসুক সেটি অতিক্রম করার মতো ক্ষমতা বাংলাদেশের মানুষ রাখে।
বারবার ক্ষমতায় আনায় দেশবাসীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা।
তবে মহামারিকালে সরকার প্রধানের জন্মদিনে সরকারের মধ্যে আনুষ্ঠানিকতা না থাকলেও শেখ হাসিনার জন্মদিন উদযাপনে নানা কর্মসূচি পালন করেছে তার দল আওয়ামী লীগ।
বাংলাদেশ সময়: ৬:১৫ অপরাহ্ণ | মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২০
জাপানের প্রথম অনলাইন বাংলা পত্রিকা | Omar Saha