ওমর শাহ | সোমবার, ২৮ ডিসেম্বর ২০২০ | পড়া হয়েছে 73 বার
জাপান গ্যাসোলিন চালিত গাড়ি বন্ধের পরিকল্পনা হাতে নিয়েছে। কার্বন নিঃসরণ শূন্যে নামিয়ে আনার লক্ষ্যে ২০৩০ সাল তথা আগামী ১৫ বছরের মধ্যে গ্যাসোলিন চালিত গাড়ি বন্ধের পরিকল্পনা করছে প্রধানমন্ত্রী ইয়োশিহিদে সুগার সরকার।
গ্যাসোলিন চালিত গাড়ি বন্ধের পরিকল্পনা হাতে নিয়েছে জাপান। কার্বন নিঃসরণ শূন্যে নামিয়ে আনার লক্ষ্যে ২০৩০ সাল তথা আগামী ১৫ বছরের মধ্যে গ্যাসোলিন চালিত গাড়ি বন্ধের পরিকল্পনা করছে প্রধানমন্ত্রী ইয়োশিহিদে সুগার সরকার।
সরকারের পক্ষ থেকে আরও বলা হয়েছে, ২০৫০ সালের মধ্যে প্রতি বছর সবুজ ও নিরাপদ জ্বালানি খাত প্রায় দুই ট্রিলিয়ন (২ লাখ কোটি ডলার) মার্কিন ডলার আয় করতে চায় দেশটি।
করোনার কারণে সৃষ্ট অর্থনৈতিক ধাক্কা কাটিয়ে ওঠার জন্য সবুজ বিনিয়োগকে বিশেষভাবে অগ্রাধিকার দিচ্ছেন জাপানের প্রধানমন্ত্রী সুগা।
জাপান সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, ২০৩০-এর দশকের মধ্যে জীবাশ্ম জ্বালানি চালিত যানবাহনকে বিদ্যুৎচালিত যান দ্বারা প্রতিস্থাপিত করা।
এ ছাড়া সবুজ বিনিয়োগের মাধ্যমে ২০৩০ সালের মধ্যে বছরে ৯০ ট্রিলিয়ন ইয়েন বা ৮৭ হাজার কোটি ডলার আয়ের লক্ষ্যমাত্রা হাতে নিয়ে বিভিন্ন কোম্পানিকে কর রেয়াত ও অন্যান্য আর্থিক সুবিধা দেয়া হবে।
২০৫০ সালের মধ্যে তাদের এ খাত থেকে বছরে ১.৮ ট্রিলিয়ন ডলার আয়ের লক্ষ্যমাত্রা।
সূত্র: জাপান টুডে
বাংলাদেশ সময়: ১০:০৭ পূর্বাহ্ণ | সোমবার, ২৮ ডিসেম্বর ২০২০
জাপানের প্রথম অনলাইন বাংলা পত্রিকা | Omar Saha