অনলাইন ডেস্ক | শুক্রবার, ১৩ নভেম্বর ২০২০ | পড়া হয়েছে 107 বার
করোনা ভাইরাসের কারণে আক্রান্তের সংখ্যা বাড়লেও এখনও জাপানে এতটাই খারাপ পরিস্থিতি তৈরি হয়নি যে নতুন করে জরুরি অবস্থা ঘোষণা করতে হবে।
শুক্রবার জাপানের রাজধানী টোকিওতে এক সংবাদ সম্মেলনে এসব কথা জানিয়েছেন জাপানের প্রধানমন্ত্রী ইউসুহিদ সুগা। বিশেষজ্ঞদের সাথে করোনা পরিস্থিতি নিয়ে কথা বলার পরে সংবাদ সম্মেলনে এসব কথা জানান সুগা
এই সময় তিনি সাংবাদিকদের সাথে আলাপকালে জানান যে দেশের অভ্যন্তরীণ পর্যটন কে চাঙ্গা রাখতে ইতিমধ্যে দেশবাসীকে ভর্তুকি দেওয়া শুরু করেছে সরকার এই পরিস্থিতি মহামারীর মধ্যেও অর্থনীতিকে সচল রাখতে ভূমিকা রাখবে বলেও মনে করেন সুগা।
জাপানে নতুন করে শুধুমাত্র বৃহস্পতিবারই করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন১৬৩৪ জন।এটি চলতি মাসের ৭ ই আগস্ট এর পরে সবচেয়ে বেশি সংখ্যক করনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা জাপানে।
তথ্যসূত্র: জাপান টুডে
বাংলাদেশ সময়: ১২:১৫ অপরাহ্ণ | শুক্রবার, ১৩ নভেম্বর ২০২০
জাপানের প্রথম অনলাইন বাংলা পত্রিকা | Omar Saha