ওমর শাহ | সোমবার, ১১ জানুয়ারি ২০২১ | পড়া হয়েছে 11 বার
করোনাভাইরাসের লাগাম টেনে ধরা যাচ্ছে না বিশ্বের অন্যতম ধনী দেশ জাপানের রাজধানী টোকিওতে।
১০ জানুয়ারি টোকিও মেট্রোপলিটন সরকার ২২৬৮ জনের শরীরে করোনভাইরাস সংক্রমণ চিহ্নিত করেছে যা তৃতীয় দিনের মতো ২ হাজারের বেশি মানুষ করোনায় আক্রান্ত হল।
গত ৯ জানুয়ারি দেশটির রাজধানী টোকিওতে রেকর্ড সংখ্যক ২৪৪৭ জন করোনা ভাইরাসে আক্রান্ত হন।এর আগে ৮ জানুয়ারি ২,৯৯২ জন আক্রান্ত হয়। টানা তৃতীয় দিনের মতো ২০০০ জনের বেশি মানুষ করোনাভাইরাসে আক্রান্ত হলো টোকিওতে।
জাপানের কেন্দ্রীয় সরকার গত শুক্রবার থেকে টোকিও এবং এর পাশের তিনটি প্রদেশ চিবা, কানাগাওয়া এবং সায়াতামায় এক মাসের জন্য জরুরি অবস্থা জারি করে।
সূত্র: কায়রো নিউজ
বাংলাদেশ সময়: ১২:২৬ পূর্বাহ্ণ | সোমবার, ১১ জানুয়ারি ২০২১
জাপানের প্রথম অনলাইন বাংলা পত্রিকা | Omar Saha