| মঙ্গলবার, ০৫ মে ২০২০ | পড়া হয়েছে 206 বার
সতীর্থ তামিম ইকবালের আশঙ্কা, এভাবে চলতে থাকলে শুধুমাত্র ব্যাটিংয়ের অভাবেই মরে-টরে যেতে পারেন মুশফিক। নিজের এ শঙ্কার কথা দলের আরেক সিনিয়র সতীর্থ এবং ব্যক্তিগত জীবনের মুশফিকের ভায়রাভাই মাহমুদউল্লাহ রিয়াদের কাছে বলেছেন তামিম।
রোববার রাতে মাহমুদউল্লাহর সঙ্গে ইন্সটাগ্রাইম লাইভ আড্ডার ব্যবস্থা করেছিলেন তামিম। সেখানে কথাপ্রসঙ্গে আসে লকডাউনে কে কী করছেন সে আলোচনা। তখনই মুশফিকের কথা বলেন তামিম।
মাহমুদউল্লাহর উদ্দেশ্যে তিনি বলেন, ‘রিয়াদ ভাই, কি মনে হচ্ছে, আর কতদিন চলবে এরকম (করোনা ভাইরাসের কারণে লকডাউন)?’ সুনির্দিষ্ট উত্তর না থাকা মাহমুদউল্লাহর জবাব, ‘আল্লাহই জানে, পাগল হয়ে যাচ্ছি। তুই আগে বল তোর কী অবস্থা?’
তখনই মুশফিকের ব্যাপারে নিজের চিন্তার কথা জানিয়ে তামিম বলেন, ‘আমার যেভাবেই হোক সময়টা খুব সুন্দর কাটছে। বাচ্চা-টাচ্চা আছে তো, কোন না কোনভাবে সময় কেটে যাচ্ছে। কিন্তু আমি চিন্তা করি মুশফিকের কথা। ব্যাটিং ট্যাটিং না করলে তো বেচারা মরে-টরে যাবে আর কদিন বাদে।’
তামিমের এ কথায় সায় দেন মাহমুদউল্লাহও। স্বাগ্রহে তিনি বলেন, ‘সত্যি সত্যি! এটা সত্যি বলছিস। ও (মুশফিক) তো ব্যাটিং ছাড়া থাকতে পারবে না, এটা সত্যি।’
মাহমুদউল্লাহর আগেরদিন তামিমের সঙ্গে লাইভে ছিলেন মুশফিক। তখন ব্যাটিং করতে না পারায় নিজের বিরক্তি প্রকাশ করেন তিনি, ‘সত্যি কথা বলতে, এখন কিছুটা বিরক্তই লাগছে। কারণ ব্যাটিং মিস করছি অনেক। বাসায় ব্যাট আছে, প্রতিদিন ব্যাট ধরি। এসএসের আমার নতুন ব্যাটগুলো, খুব কান্না করছে। কবে যে ব্যাটিং করব।’
বাংলাদেশ সময়: ৭:২৩ পূর্বাহ্ণ | মঙ্গলবার, ০৫ মে ২০২০
জাপানের প্রথম অনলাইন বাংলা পত্রিকা | Omar Saha