আনজানা ডালিয়া | মঙ্গলবার, ২৬ জানুয়ারি ২০২১ | পড়া হয়েছে 507 বার
কেনো আঁকো ফুলের ছবি নিত্য চোখের পাতায়
তবে কি জেনে গেছো দূরত্বেই ভালোবাসা হারায়?
দাড়িয়ে আছো সুখের আবেশে সীমান্তরেখায়।
বাতাসে গন্ধ নিও আকাশের তারা হলে
ঠিকানা বিহীন জীবন ঘাটে আলো উঠবে জ্বলে
মৌমাছির সাথে সংসার পেতে নিও নিঃসঙ্গ হলে।
বাংলাদেশ সময়: ৯:০৭ অপরাহ্ণ | মঙ্গলবার, ২৬ জানুয়ারি ২০২১
জাপানের প্রথম অনলাইন বাংলা পত্রিকা | rita rita