হরিদাস পাল | শনিবার, ১৪ নভেম্বর ২০২০ | পড়া হয়েছে 1062 বার
মেঘে মেঘে, বৃষ্টিতে বৃষ্টিতে ঝরিয়ে গেছি
অনেক কথা, তবু তোমার প্রেমের কাছে
পৌছতে পারলাম না ।
এভাবে আর নয়, জানি তুমি কবিতা বড্ড
ভালোবাসো, রাত্রি জাগরণেও পড়ো।
এখন থেকে কবিতায় কবিতায় তোমার
সাথে প্রেম করবো।
একি, কবিতা কোথায় ! ও তো লুকিয়ে
লুকিয়ে বেড়ায় ; ধরা দিয়েও না দেয় ধরা,
কোথায় যেন হারিয়ে যায় ! তবে প্রেম হবে
না ?
প্রেম যে কবিতারই অনুপ্রেরণা, বলে গেল
পাখির ভাষা ।
বাংলাদেশ সময়: ১০:৩৯ অপরাহ্ণ | শনিবার, ১৪ নভেম্বর ২০২০
জাপানের প্রথম অনলাইন বাংলা পত্রিকা | rita rita