নাশিদ ববি | বুধবার, ০৬ জানুয়ারি ২০২১ | পড়া হয়েছে 473 বার
আমি সুলতানা
এই বিশাল রাজ্যের একমাত্র কর্ণধারীনি
আমার রাজ্যে সকলেই সুখী
সকলে শান্তিতে বসবাস করে ।
আমার সুবিচকক্ষণ বুদ্ধিমত্তা ; প্রখট দৃষ্টিশক্তি
যা আমাকে এই রাজ্য পরিচালনা করতে অনেক বেশি সাহায্য করে ।
এই দেখো আমার হাজার বছর পুরনো প্রদীপ
এই প্রদীপ কোন সাধারণ প্রদীপ নয়
পূর্ববর্তী সকল সুলতানদের শুভশক্তি এখানে একসাথে ।
এই প্রদীপের আলো আমার রাজ্যের জন্য মঙ্গলকর
আমি এই প্রদীপ রক্ষা করে চলছি সততার সাথে
আজ এই প্রদীপের আলো পৃথিবীময় সকলের জন্য উন্মক্ত করে দিলাম,
আজ থেকে আর কোন অশুভ শক্তি কারো ক্ষতি করবে না
এই প্রদীপের আলো যাতে না নিভে যায় ;তার গুরু দায়িত্ব আজ থেকে তোমাদের সকলের ।
সবার জন্য প্রদীপ ভালোবাসা নামক আলো ছড়িয়ে দিলো
এই ভালোবাসা ,ভালোবাসার রথে চড়ে সকলের হৃদয়ে পৌঁছে যাবে ।
বাংলাদেশ সময়: ৬:৪৩ অপরাহ্ণ | বুধবার, ০৬ জানুয়ারি ২০২১
জাপানের প্রথম অনলাইন বাংলা পত্রিকা | rita rita