তৌহিদ হাসান প্রমাণ | শুক্রবার, ০৯ অক্টোবর ২০২০ | পড়া হয়েছে 182 বার
বিভিন্ন দেশে থাকা প্রবাসীদের পাঠানো রেমিট্যান্স আসছে বানের জলের মতো।
দেশে প্রথমবারের মতো বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৪০ বিলিয়ন ডলার ছাড়িয়েছে।
৮ অক্টোবর দিন শেষে এ তথ্য জানিয়েছে বাংলাদেশ ব্যাংক।
বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র সিরাজুল ইসলাম বলেন, দেশে বৈদেশিক মুদ্রার যে রির্জাভ রয়েছে, তা দিয়ে আগামী দশ মাসের আমদানি ব্যয় মেটানো যাবে।
এর আগে গত ১ সেপ্টেম্বর বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রার রিজার্ভ প্রথমবারের মতো ৩৯ দশমিক ৪০ বিলিয়ন ডলার অতিক্রম করে। বাংলাদেশ ব্যাংকের তথ্য বলছে, গত টানা তিন মাসে রেমিট্যান্সে রেকর্ড প্রবৃদ্ধি হয়েছে।
বৈধ পথে প্রবাসী আয় বাড়াতে গত বছর ২ শতাংশ হারে প্রণোদনা ঘোষণা করেছে সরকার। ফলে বৈধ চ্যানেলে রেমিট্যান্স প্রবাহ বাড়ছে বলে মনে করেন বিশেষজ্ঞরা।
বাংলাদেশ সময়: ৫:৩৭ অপরাহ্ণ | শুক্রবার, ০৯ অক্টোবর ২০২০
জাপানের প্রথম অনলাইন বাংলা পত্রিকা | Omar Saha