মায়া রানী মজুমদার | শনিবার, ১৪ নভেম্বর ২০২০ | পড়া হয়েছে 588 বার
একদিন ছিলেন শিশু
আজকের প্রবীণ।
ভূমিষ্ঠ যখন মাতৃক্রোড়ে
ছিলেন তখন নবীন ।।
বাবার আদর,মাতৃস্নেহে
হয়ে লালিত পালিত।
বাল্য,কিশোর,যৌবন পেরিয়ে
বার্ধক্যে উপনীত।।
ধাপে ধাপে হন বড়,
খেয়ে খেয়ে ধাক্কা।
অভিজ্ঞ হন সবাই
পড়াশুনা করে পাক্কা।।
চাক্ষুষ অভিজ্ঞতায়
অভিজ্ঞ হন প্রবীণেরা।
সমস্যার সমাধানে তাই
এগিয়ে আসেন তাঁরা।।
বিশ্ব প্রবীণ দিবসে
সাধিতে মনের সাধ।
প্রবীণদের সার্বিক সুস্থতা
কামনায় করি প্রাণপাত।।
করজোরে প্রবীণদের
জানাই মাথা করে নত।
প্রবীণ দিবসে শ্রদ্ধায়
হলাম মোরা অবনত।।
প্রবীণদের আশির্বাদে
হালকা হবে মনটা।
প্রতিটি লোকের আসুক
এই শুভ দিনটা।।
বাংলাদেশ সময়: ১০:০২ অপরাহ্ণ | শনিবার, ১৪ নভেম্বর ২০২০
জাপানের প্রথম অনলাইন বাংলা পত্রিকা | rita rita