অনলাইন ডেস্ক | শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২০ | পড়া হয়েছে 721 বার
প্রধানমন্ত্রী শেখ হাসিনা পৃথিবীকে জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব থেকে রক্ষা করার জন্য জাতিসংঘে পাঁচ দফা প্রস্তাব উপস্থাপন করেছেন।
শেখ হাসিনার পাঁচ দফা প্রস্তাব হল:
‘জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব থেকে পৃথিবীকে এবং নিজেদেরকে রক্ষা করার জন্য রাজনৈতিক নেতৃত্বকে অবশ্যই জোরালোভাবে আন্তর্জাতিক সহযোগিতাকে উৎসাহিত করতে হবে।
বৈশ্বিক তাপমাত্রা বৃদ্ধি ১.৫ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত সীমাবদ্ধ রাখতে হবে এবং সমস্ত প্যারিস প্রবিধান বাস্তবায়ন করতে হবে।
দুর্বল দেশগুলোকে প্রতিশ্রুত তহবিল সরবরাহ করতে হবে।
দূষণকারী দেশগুলোকে প্রয়োজনীয় প্রশমন ব্যবস্থার মাধ্যমে তাদের এনডিসি (জাতীয় নির্ধারিত অবদান) বাড়াতে হবে।
জলবায়ু শরণার্থীদের পুনর্বাসন একটি বৈশ্বিক দায়িত্ব হিসেবে স্বীকৃতি দিতে হবে।
২৪ সেপ্টেম্বর নিউইয়র্কে জাতিসংঘের ৭৫তম সাধারণ অধিবেশন (ইউএনজিএ)’র জলবায়ুু সংক্রান্ত ভার্চুয়াল গোলটেবিল আলোচনায় শেখ হাসিনা এ প্রস্তাব দেন।
বাংলাদেশ সময়: ১০:৪০ পূর্বাহ্ণ | শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২০
জাপানের প্রথম অনলাইন বাংলা পত্রিকা | pr placid