হরিদাস পাল | শুক্রবার, ১৮ ডিসেম্বর ২০২০ | পড়া হয়েছে 1019 বার
ভাষা থেকে ভাষা হারিয়ে যায়, হারিয়ে
যায় পাখিদের গান।
সকালের রোদটুকু শুষে নিচ্ছে বিষাক্ত
গাছের প্রাণ।
অক্ষরগুলো পুড়ে ছাই, ঘুরছে পথ থেকে
রাস্তায় আনমনা।
প্রেম নিয়ে শুয়ে থাকি, তবু দহন প্রতি
মুহূর্তে, নষ্ট সব ভাবনা।
পোড়া ছাই অক্ষরগুলো ভাবে প্রতিনিয়ত
সেই দিনগুলো কি আদৌ ফিরে পাব?
হয়তো না, যতক্ষণ না ফিরে ফিরে
আসবে বিষাক্ত গাছের শুদ্ধতা।
বিষাক্ত গাছ যেন মৃত্যুরই আরেক রূপ।
বাংলাদেশ সময়: ১০:১৪ অপরাহ্ণ | শুক্রবার, ১৮ ডিসেম্বর ২০২০
জাপানের প্রথম অনলাইন বাংলা পত্রিকা | rita rita