অনলাইন ডেস্ক | শুক্রবার, ১১ ডিসেম্বর ২০২০ | পড়া হয়েছে 580 বার
১২ ডিসেম্বরের মধ্যেই সমস্ত টোল প্লাজা বন্ধ এবং ডিসি অফিসের সামনে বিক্ষোভের ঘোষণা দিয়েছেন কৃষকরা। একইসঙ্গে তাদের দাবি পূরণ না হলে রেলপথেও বিক্ষোভ করা হবে বলে জানিয়েছেন তারা।
১১ ডিসেমবর এক সংবাদ সম্মেলনে এসব ঘোষণা দেন কৃষকরা। ভারতীয় সংবাদ মাধ্যম ইন্ডিয়া টুডে এ তথ্য জানায়।
কৃষকরা তাদের অনুকূলে সিদ্ধান্ত নিতে সরকারের প্রতি আবেদন করেন। না হলে রেলপথেও প্রতিবাদ করা হবে বলে সংবাদ সম্মেলনে জানান।
কৃষকরা বলেন, ‘এখন শুধু পাঞ্জাব নয়, কৃষকরা সারা দেশজুড়ে রেলপথেও প্রতিবাদ করবে।’
‘সরকার যদি এই আইনগুলো বাতিল করে, তাহলে সরকারের কী ক্ষতি হবে?’ যোগ করেন তারা।
বাংলাদেশ সময়: ১২:২৬ পূর্বাহ্ণ | শুক্রবার, ১১ ডিসেম্বর ২০২০
জাপানের প্রথম অনলাইন বাংলা পত্রিকা | pr placid