জবা চৌধুরী | শুক্রবার, ২০ নভেম্বর ২০২০ | পড়া হয়েছে 934 বার
মৃত্যুতে ভয়, মৃত্যুতে জয়
আশা-নিরাশার খেলা যত
দেহাতি নদীর বানভাসি সুখ
কেড়ে নেয় টেনে প্রাণ শত।
উদার মাঠের একলা দুপুর
জানালার কাঁচে চোখ খোঁজে।
ভুলে কতশত আনকোরা শোক
আঁজলা দুঃখ বুকে গোঁজে ।
সোহাগী সন্ধ্যায় কালিমা ধুয়ে
কালো মেয়েটির শোভা বাড়ে।
বিধির সাজানো জোছনা রাতেই
চির আঁধারেরা ভিত গাড়ে।
সোনায় মোড়ানো স্বপ্নেরা তবু
মনতরু তলে সদা দোলে।
শ্যাওলা সিঁড়ি আসন পিঁড়ি
মাতায় জীবন মধুর বোলে।
পায়ে পায়ে চলা সংসার তীরে
ঘনঘটা নিয়ে মেঘেরা ছায়
ঠিকানায় ভুল নিয়তি চটুল
বিদায়ে জয়ী হতে মন চায়।
মনের কোঠরে প্রদীপের শিখা
ভয়ডর ভুলে সদা জ্বলে
আসবে জেনেও বিদায়ী বেলা
আলোয় সাজায় পলেপলে।
আটলান্টা,আমেরিকা
বাংলাদেশ সময়: ৬:২০ অপরাহ্ণ | শুক্রবার, ২০ নভেম্বর ২০২০
জাপানের প্রথম অনলাইন বাংলা পত্রিকা | rita rita