অনলাইন ডেস্ক | মঙ্গলবার, ২২ ডিসেম্বর ২০২০ | পড়া হয়েছে 46 বার
এ বছরের ডিসেম্বর মাসটি মহাকাশে বেশ ঘটনাবহুল। এ মাসেই দেখা গেছে উল্কাবৃষ্টি, তারপর সূর্যগ্রহণ।
২১ ডিসেম্বর মহাকাশে যা ঘটেছে তা শেষবার হয়েছিল প্রায় ৪০০ বছর আগে। এক মহাজাগতিক অতিবিরল দৃশ্যের সাক্ষী হয় বিশ্ব।
সৌরজগতের দুই গ্রহ বৃহস্পতি ও শনির যুগলবন্দি। এদিন এ দুটি গ্রহ এতই কাছে চলে আসে যে, খালি চোখেও তা বোঝা যায়।
মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসার পক্ষ থেকে জানানো হয়েছে– সৌরজগতের দুটি গ্রহ পরস্পরের খুব কাছাকাছি আসা বিরল ঘটনা নয়।
বৃহস্পতি তার প্রতিবেশী গ্রহ শনির পাশ দিয়ে প্রতি ২০ বছর অন্তর যায়, তবে এতটা কাছ দিয়ে নয়। শেষবার এমন ঘটনা ঘটেছিল ১৬২৩ সালে। তখনও বিজ্ঞানী গ্যালিলিও গ্যালিলি জীবিত। টেলিস্কোপ আবিষ্কারের ১৩ বছর পর সে ঘটনা ঘটেছিল। সেই হিসাবে ৩৯৭ বছর পর আবার এমন বিরল ঘটনার সাক্ষী থাকতে পারবে পৃথিবীবাসী।
বিজ্ঞানীরা বলছেন, ২১ ডিসেম্বর বৃহস্পতি ও শনি একে অন্যের থেকে এক ডিগ্রির ১০ ভাগের এক ভাগ কাছাকাছি থাকবে। এর ৬০ বছর পর, অর্থাৎ ২০৮০ সালে আবার এত কাছে আসবে এ দুই গ্রহ।
বিজ্ঞানীরা আরও জানিয়েছেন, ৮০০ বছর আগে এ দুই গ্রহ এক সরলরেখায় এলেও শেষবার এত কাছে এসেছিল ১৬২৩ সালে।
সূত্র: এনডিটিভি
বাংলাদেশ সময়: ৭:৫৭ অপরাহ্ণ | মঙ্গলবার, ২২ ডিসেম্বর ২০২০
জাপানের প্রথম অনলাইন বাংলা পত্রিকা | Omar Saha