অনলাইন ডেস্ক | শুক্রবার, ২২ জানুয়ারি ২০২১ | পড়া হয়েছে 711 বার
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বায়োপিক ‘বঙ্গবন্ধু’-এর শুভ মহরত আজ বৃহস্পতিবার ভারতের মুম্বাইতে অনুষ্ঠিত হয়েছে।
মহরত অনুষ্ঠানে সিনেমাটির পরিচালক শ্যাম বেনেগাল, অভিনেতা আরিফিন শুভসহ অন্যান্য শিল্পী-কুশলীরা উপস্থিত ছিলেন।
বাংলাদেশ ও ভারত সরকারের যৌথ প্রযোজনায় নির্মিত এই চলচ্চিত্রের মহরতে মুম্বাইয়ে বাংলাদেশ উপ-দূতাবাসের দায়িত্বে থাকা ডেপুটি হাইকমিশনার মহম্মদ লুতফর রহমান উপস্থিত ছিলেন।
গত বছরের মার্চে বাংলাদেশে ‘বঙ্গবন্ধু’ সিনেমার শুটিং শুরুর কথা থাকলেও করোনা মহামারির কারণে পিছিয়ে যায়।
এ বছর শুটিং শুরুর আগে পরিচালক শ্যাম বেনেগাল মুম্বাইয়ের একটি স্টুডিওতে ‘বঙ্গবন্ধু’ বায়োপিকের মহরত অনুষ্ঠান করলেন।
আগামী ২৫ জানুয়ারি থেকে টানা আড়াই মাস মুম্বাইতে সিনেমাটির শুটিং হবে বলে জানা গেছে।
বাংলাদেশ সময়: ১০:৩৭ অপরাহ্ণ | শুক্রবার, ২২ জানুয়ারি ২০২১
জাপানের প্রথম অনলাইন বাংলা পত্রিকা | pr placid