নাশিদ ববি | বুধবার, ০২ ডিসেম্বর ২০২০ | পড়া হয়েছে 966 বার
তোমাকে রজনীগন্ধা ফুলের শুভেচ্ছা
এই বিশাল ফুলের তোড়া তোমার জন্য
ফুল বুঝি পছন্দ করো না?
নিচ্ছ না কেন বলতো ।
নাও প্লিজ নাও
জানো এই ফুল আমি কিনিনি
এটা আমার বাগানের ফুল ,
আমি ফুল ভালোবাসি
ফুল আমাকে আনন্দ দেয় ।
এতো মিষ্টি সুবাস
কেমন যেন উম্মাদনা সৃষ্টি করে
তোমাকে কি করে না ?
ভীষণ অস্থির লাগে
নাও আমার গাছের ফুলগুলো ,
আমি শুধু তোমার জন্য এনেছি
আমার ভালোবাসা শুধুই তোমার জন্য ।
সময়ের স্রোতে আমরা
ভেসে যাই দুদিকে ।
কোনভাবে স্রোতধারার
দিক পরিবর্তন করা যায়নি ।
আমাদের একসাথে থাকা
আর সম্ভব ছিলনা ,
এটাই ছিল আমাদের শেষ পরিণতি
লোকলজ্জার ভয়
জানাজানির ভয়
নানান মুখরোচক গল্পের ভয় ,
অনিশ্চিত ভবিষ্যতের ভয়
আজকার ভয়টা অনেকটাই বেড়ে গেছে
বয়স তো কারোই কম হল না ।
পঞ্চান্ন পেরিয়ে ছাপ্পান
অনেকটা বৃদ্ধ আমরা,
এই বয়সে নতুন করে প্রেম
খুব হাসালে তুমি ।
একাকীত্ব আসলেই ভয়ংকর
পৃথিবীতে কেউই যে একা থাকতে পারেনা ,
সবাই একটা শক্ত খুঁটি চায়
যার সাথে বাকিটা জীবন কাটিয়ে দেওয়া যায়
আজও ভালোবাসার জন্য কেঁদে যাই নীরবে।
নাশিদ ববি
———————————————————————————
বাংলাদেশ সময়: ১২:১৯ পূর্বাহ্ণ | বুধবার, ০২ ডিসেম্বর ২০২০
জাপানের প্রথম অনলাইন বাংলা পত্রিকা | rita rita