অনলাইন ডেস্ক | মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২০ | পড়া হয়েছে 184 বার
পুলিশি নির্যাতনে রায়হান আহমদের মৃত্যুর ঘটনার প্রধান অভিযুক্ত পুলিশের বহিষ্কৃত উপ-পরিদর্শক (এসআই) আকবর হোসেন ভুঁইয়াকে সাত দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)।
১০ নভেম্বর (মঙ্গলবার )দুপুরে সিলেটের মুখ্য মহানগর হাকিম মো. আবুল কাশেম এ রিমান্ড মঞ্জুর করেন বলে আদালত চত্বরে উপস্থিত সাংবাদিকদের জানান মামলার তদন্তকারী কর্মকর্তা পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) সিলেটের পরিদর্শক আওলাদ হোসেন।
এর আগে আজ দুপুর দেড়টার দিকে আকবর হোসেনকে আদালতে হাজির করে তাকে রায়হান হত্যা মামলার আসামি হিসেবে গ্রেপ্তার দেখিয়ে তার সাত দিনের রিমান্ড আবেদন করেন এ তদন্তকারী কর্মকর্তা।
গত ১১ অক্টোবর সিলেটের বন্দরবাজার পুলিশ ফাঁড়িতে নির্যাতনের শিকার হয়ে নগরীর নেহারিপাড়ার বাসিন্দা রায়হান আহমদের মৃত্যুর ঘটনার পর থেকে পলাতক ছিলেন আকবর।
ঘটনার ২৮ দিন পর, গতকাল সকাল ৯টার দিকে সিলেটের কানাইঘাট উপজেলার ডোনা সীমান্তবর্তী এলাকা থেকে তাকে আটক করা হয়। পরে রাত ৮টায় তাকে তদন্তকারী সংস্থা পিবিআইয়ের কাছে হস্তান্তর করে সিলেট জেলা পুলিশ।
বাংলাদেশ সময়: ১০:৪৯ অপরাহ্ণ | মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২০
জাপানের প্রথম অনলাইন বাংলা পত্রিকা | Omar Saha