অনলাইন ডেস্ক | শনিবার, ২১ নভেম্বর ২০২০ | পড়া হয়েছে 545 বার
কুড়িগ্রামের রৌমারী সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ’র গুলিতে হাসিনুর রহমান চাঁদ (২৫) নামে এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন।
২১ নভেম্বর( শনিবার) রাত দেড়টার দিকে উপজেলার সদর ইউনিয়নের খাটিয়ামারী সীমান্তে আন্তর্জাতিক সীমানা পিলার ১০৬২-এর সাব পিলার-৩ এর কাছে এ ঘটনা ঘটে।
হাসিনুর রহমান চাঁদ খাটিয়ামারী গ্রামের আবুল হাসেমের ছেলে। রৌমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মন্তাছির বিল্লা গণমাধ্যমকে বলেন, রাতে হাসিনুর রহমান চাঁদসহ কয়েকজন সীমান্তে গিয়েছিলেন। ৬ নম্বর ব্যাটালিয়নের কুসনীমারা ক্যাম্পের টহলরত বিএসএফ সদস্যরা তাদেরকে গুলি করেন। গুলিবিদ্ধ অবস্থায় তার সঙ্গীরা রৌমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক হাসিনুরকে মৃত ঘোষণা করেন। হাসিনুর মাদক চোরাকারবারি ছিলেন। তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে এবং তিনি মাদক মামলায় কারাভোগ করেছিলেন।
বাংলাদেশ সময়: ২:৩৫ অপরাহ্ণ | শনিবার, ২১ নভেম্বর ২০২০
জাপানের প্রথম অনলাইন বাংলা পত্রিকা | pr placid