সাইফুর রহমান কায়েস | শনিবার, ২৬ ডিসেম্বর ২০২০ | পড়া হয়েছে 110 বার
আজকে মাস্তানিতন্ত্রের কবলে সিলেট সুনামগঞ্জ রুটের বিআরটিসি বাস। সিলেট সুনামগঞ্জ রুটের বিরতিহীন পরিবহনের শ্রমিকদের বাধার মুখে পড়েছে কুমার গাও বাস ষ্ট্যান্ডে। বিরতিহীনের শ্রমিকদের বাধার মুখে পড়ে দশ মিনিট যাত্রা বিলম্বিত হয়। যাত্রী সাধারণ মুড়ির টিনের বাসে উঠতে না চাইলেও তাদেরকে উঠতে বাধ্য করার মতো পরিস্থিতির উদ্ভব হয়েছে। এটি নাগরিক অধিকার খর্ব করার শামিল। শড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের দ্বারা পরিচালিত বাসগুলোর চলাচল অবাধ করতে প্রশাসনের কঠোর অবস্থান প্রয়োজন।
মানুষ পয়সা খরচ করবেন আরামে ভ্রমণের জন্য। পয়সা দিয়ে যন্ত্রণা কেনার জন্য নয়। দীর্ঘদিন ধরে চলে আসা একচেটিয়া পরিবহন ব্যবসাকে চ্যালেঞ্জের মুখে ফেলে দেয়ায় বিআরটিসি বাস তাদের চক্ষু শূল হয়ে পড়েছে। তাই তারা সরকারের পরিবহন সেবাখাতকে বিঘ্নিত করতে তৎপর হয়ে উঠছেন। আমরা চাই গণপরিবহন খাতে সরকারী সেবার আওতা আরো বাড়ুক।
বাংলাদেশ সময়: ৫:০৮ অপরাহ্ণ | শনিবার, ২৬ ডিসেম্বর ২০২০
জাপানের প্রথম অনলাইন বাংলা পত্রিকা | rita rita