সাইফুর রহমান কায়েস | সোমবার, ০৪ জানুয়ারি ২০২১ | পড়া হয়েছে 69 বার
তোমার চোখ যেন কালিদহ সায়র
তোমার চোখে রাখলে চোখ
হৃদয়ে উঠে ঝড়।
তোমার চোখ যেন অমরাবতী ডুবে মরি পরষ্পর
পরিযায়ী পাখি হয়ে ফিরে যেতে চাই মাইট্যাং হাওর
তোমার দিলেতে দিলে ঠাঁই
আমরা হইবো অমর।
তোমায় খুঁজে নেব আমি লাখাই চালের সুগন্ধের ভেতর
তোমার প্রেমেতে তাই ডুবিয়া মরতে চাই।
বাংলাদেশ সময়: ৯:২৪ অপরাহ্ণ | সোমবার, ০৪ জানুয়ারি ২০২১
জাপানের প্রথম অনলাইন বাংলা পত্রিকা | rita rita