শাহীন আক্তার স্বাতী | শনিবার, ২৬ ডিসেম্বর ২০২০ | পড়া হয়েছে 88 বার
হারিয়ে গেছে ছোট্টবেলার
পুতুল খেলার ঘর,
হারিয়ে গেছে পুতুল বউ আর
হারিয়েছে তার বর।
ছোট্টবেলার খেলার সাথী
হারিয়ে গেছে কবে!
হয়তো তাদের সাথে দেখা
আর কভুনা হবে।
হারিয়ে গেছে চড়ুইভাতির
সকল আয়োজন,
হারিয়ে গেছে ভীষণ কাছের
কত্ত আপনজন।
হারিয়ে গেছে লুকোচুরি
কানামাছি খেলা,
হারিয়ে গেছে জীবন থেকে
রঙিন বোশেখ মেলা।
হারিয়ে গেছে চাঁদের বুড়ির
গল্প শোনার দিন,
স্মৃতিটুকুই আছে পড়ে
সঙ্গীসাথী হীন।
বাংলাদেশ সময়: ৫:৫৫ অপরাহ্ণ | শনিবার, ২৬ ডিসেম্বর ২০২০
জাপানের প্রথম অনলাইন বাংলা পত্রিকা | rita rita