অঞ্জলি দে নন্দী | মঙ্গলবার, ২১ সেপ্টেম্বর ২০২১ | পড়া হয়েছে 181 বার
আমি বালিকা যখন
ঘাটের পাশে ,
জলে যারা ভাসে,
সেই সব শুশুনি পাতা,
নতুন চোখে দেখে যাদের,
আমি মুগ্ধ হতাম তখন।
কত সুন্দর সে সবুজ রূপ!
আমি আমার নিজের হাতে
আলতো ভাবে ছুঁতাম তাদের।
সেই সে জলে আবার দেখতাম আমার মাথা
কমনে সে প্রতিচ্ছবি ঢেউয়ে দুলতো।
বাগদী পাড়ার মেয়েগুলো
নখ দিয়ে কেটে কেটে কেটে
ওই সুন্দর শুশুনি পাতাগুলো
একটার পর একটা – তুলতো।
খুব রাগ হত আমার তাতে,
এক্কেবারে রেগেমেগে পড়তাম ফেটে,
ধমক দিতাম আর বলতাম,
এই তোরা একদম এই পাতাগুলো
তুলবি না, যা বলছি, এখান থেকে!
ওরা কাঁচুমাচু হয়ে আড় চোখে দেখে
ভয়ে ভয়ে ভয়ে বোলতো,
এগুলো সেদ্ধ করে আমরা খাই পান্তা ভাতে।
তখন আমি বলতাম,
আচ্ছা আচ্ছা আচ্ছা! ঠিক আছে।
নে তবে!
ওদের জন্য তখন আমার মন গোলতো,
শুশুনি লতা – ওদের নাড়াচ্ছে মাছে,
আমি দেখতাম, গাঁয়ের বালিকা ছিলাম যবে।
সেই সে সুদূর অতীতে কবে।
বাংলাদেশ সময়: ১২:৫০ অপরাহ্ণ | মঙ্গলবার, ২১ সেপ্টেম্বর ২০২১
জাপানের প্রথম অনলাইন বাংলা পত্রিকা | rita rita