| শুক্রবার, ২৯ মে ২০২০ | পড়া হয়েছে 49 বার
শনিবার থেকে শুরু করে বুধবার পর্যন্ত কিতাকিউশুতে সংক্রমণের ২২টি নতুন ঘটনা নিশ্চিত করা হয়েছে। এর মধ্যে ১৭টির সংক্রমণ পথ অজানা রয়েছে।
মেয়র কিতাহাশি কেনজি বৃহস্পতিবার সাংবাদিকদের বলেছেন তার শহরে দ্বিতীয় একটি বিশাল তরঙ্গ নিশ্চিতভাবেই আঘাত হানতে চলেছে এবং ভয়াবহ একটি পরিস্থিতি এগিয়ে আসা সম্পর্কে সচেতনতা ভাগাভাগি করে নেয়ার মধ্যে দিয়ে সঙ্কট পাশ কাটিয়ে যাওয়ায় প্রচেষ্টা চালানোর অঙ্গীকার তিনি করেন।
কিতাহাশি জানিয়েছেন যে ২২ জনের মধ্যে ১২ জন হচ্ছেন বৃদ্ধ। বৃদ্ধদের স্থাপনাগুলোতে সংক্রমণের গুচ্ছ হয়ে দানা বাঁধা প্রতিহত করতে এদের সাম্প্রতিক কর্মকাণ্ড ব্যাপকভাবে খুঁজে দেখার অঙ্গীকার তিনি করেন।
বাংলাদেশ সময়: ২:২৯ পূর্বাহ্ণ | শুক্রবার, ২৯ মে ২০২০
জাপানের প্রথম অনলাইন বাংলা পত্রিকা | Omar Saha