| রবিবার, ২১ জুন ২০২০ | পড়া হয়েছে 67 বার
গত শুক্রবার জাপান দূতাবাস এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ বিষয়টি জানিয়েছে।
কোভিড-১৯ পরিস্থিতি বিবেচনায় গত ২৫ মে থেকেই বাংলাদেশ, ভারত ও পাকিস্তানসহ ১০টি দেশকে জাপান ভ্রমণের নিষেধাজ্ঞার তালিকায় অন্তর্ভুক্ত করা হয়।
গত ৩০ এপ্রিল ঢাকা থেকে টোকিও যাওয়া একটি চাটার্ড ফ্লাইটের চারজন ব্যক্তি কোভিড-১৯ পজিটিভ হিসেবে চিহ্নিত হয়েছিলেন। বাংলাদেশসহ নিষেধাজ্ঞার তালিকাভুক্ত ১১১টি দেশে ১৪ দিনের মধ্যে অবস্থান করা ব্যক্তিদের ক্ষেত্রে এটি প্রযোজ্য হবে।
উল্লেখ্য, করোনার কারণে ঢাকা-টোকিও বাণিজ্যিক ফ্লাইট বন্ধ রয়েছে আগে থেকেই।
বাংলাদেশ সময়: ৫:৪৫ পূর্বাহ্ণ | রবিবার, ২১ জুন ২০২০
জাপানের প্রথম অনলাইন বাংলা পত্রিকা | Omar Saha