| বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২০ | পড়া হয়েছে 60 বার
বুধবার (০১ জুলাই) হলি আর্টিজানের ঘটনাস্থলে গিয়ে জাপান দূতাবাসের কর্মকর্তারা ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন।
ঢাকার জাপান দূতাবাস জানায়, বুধবার হলি আর্টিজানের ঘটনাস্থলে নিহতদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন ঢাকায় নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত ইতো নাওকি। এসময় আরও উপস্থিত ছিলেন জাইকার বাংলাদেশ অফিসের প্রধান প্রতিনিধি হাইয়া কায়া, জাইকার বাংলাদেশ অফিসের সাবেক প্রধান প্রতিনিধি হিরাতা হিতোশি।
শ্রদ্ধা নিবেদনের সময় ঢাকায় নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত ইতো নাওকি হলি আর্টিজান বেকারিতে নিহতদের স্মরণ করেন। একইসঙ্গে বাংলাদেশের উন্নয়ন কার্যক্রমে তাদের সহায়তা পুনর্ব্যক্ত করেন।
২০১৬ সালের ১ জুলাই অস্ত্রধারী জঙ্গিরা রাজধানীর গুলশানে অবস্থিত হলি আর্টিজান বেকারিতে হামলা করে। সেখানে অবস্থানরত দেশি-বিদেশি ব্যক্তিদের জিম্মি করে। পরে তাদের মধ্যে ২০ জনকে নির্মমভাবে হত্যা করে জঙ্গিরা। এদের মধ্যে তিনজন বাংলাদেশি, সাতজন জাপানি, নয়জন ইতালিয়ান এবং একজন ভারতীয় নাগরিক ছিলেন।
বাংলাদেশ সময়: ১০:০১ পূর্বাহ্ণ | বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২০
জাপানের প্রথম অনলাইন বাংলা পত্রিকা | Omar Saha