| মঙ্গলবার, ১৬ জুন ২০২০ | পড়া হয়েছে 135 বার
ক্লাবটি জাপানের (কোবে) ওসাকায় প্রতিষ্ঠিত হলেও এখন ওসাকার বাইরে বিভিন্ন প্রিফেকচারে অন্যদের সাথে নিয়মিত খেলার আয়োজন করছে। এবছরের এপ্রিল মাসে ক্লাবের পক্ষ থেকে দক্ষিণ কোরিয়ার রাজধানী সিউলে খেলতে যাবার কথা থাকলেও করোনার কারণে পরিকল্পনার সব স্থগিত করা হয়।
ক্লাবের সভাপতি এবং সাধারণ সম্পাদক হিসেবে এ কে আজাদ (বিপু) এবং আলামগীর হোসেন ইমন দায়িত্ব পালন করছেন।
আলমগীর হোসেন ইমন জানিয়েছেন শীঘ্রই পরিস্থিতি অনুকূলে আসলে জাপানে বসবাসরত অন্য দেশের ক্রিকেট খেলোয়ারদের সাথে খেলার আয়োজন করবে তারা। বিবেক স্পোর্টিং ক্লাবের অন্যান্য সদস্যদের মধ্যে রয়েছেন জাহিদ ইকবাল (ম্যানেজার), এস এম মোর্শেদ (সহকারী ম্যানেজার), হাবীবুর রহমান (অর্থ সম্পাদক) মোস্তাইন, সাবের, আমান, ফয়সাল-১, শিহাব, রনি, ইউসুফ, জাবেদ হোসেন, সোহান সুমন, রায়হান, রুবায়েত, রমজান আলী, সজীব, বিপ্লব, জনি, অনন্ত, সাইফুল, কামরুল আলী আব্বাস, শিহাব, মোস্তাইন, সুজন দাস, সুমন মিয়াও ফয়সাল-২।
সম্প্রতি দেশ থেকে খেলোয়ারদের জন্য জার্সি এবং যাবতীয় সরঞ্জামাদি অর্ডার দিয়ে বানিয়ে আনা হয়েছে। এতে প্রবাসে ক্রিকেট (প্রেমী) খেলোয়ারদের মধ্যে খেলার পুরো প্রাণ পেয়েছে।
ক্লাবের সকল সদস্য ও কর্মকর্তাদের বাংলাদেশের বাইরে খেলার মধ্য দিয়ে নিজেদের শরীর ও মন ঠিক রাখতে বাংলাদেশ জাতীয় ফুটবল দলের প্রাক্তন অধিনায়ক কায়সার হামিদকে প্রধান উপদেষ্টা এবং বিবেকবার্তা সম্পাদক পি.আর. প্ল্যাসিড, ওয়াছেদা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক তানিয়া হোসেন ও বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক শাহীন চৌধুরীকে উপদেষ্টা করে পূর্ণাংঙ্গ রূপ দেওয়া হয়েছে।
এই কমিটি আগামী তিন বছর পর্যন্ত কার্যকর থাকবে।
বাংলাদেশ সময়: ১২:২৬ অপরাহ্ণ | মঙ্গলবার, ১৬ জুন ২০২০
জাপানের প্রথম অনলাইন বাংলা পত্রিকা | Omar Saha