নিলুফার জাহান চিনু | শনিবার, ১৫ আগস্ট ২০২০ | পড়া হয়েছে 383 বার
নিলুফার জাহান চিনু
তোমার নির্মম ছোবলে দিশেহারা মানুষ ।
নিস্তব্ধ পৃথিবী! চারিদিকে শুনসান নিরবতা
নিজের ঘরে মানুষ, নিজেই বন্দী
পৃথিবী জুড়ে মৃত্যুর মিছিল
সারাক্ষণ অজানা এক আশংকায়
দুরু দুরু কাঁপে বুক।
কখন কার ঘরে তোমার পদার্পণ
কেড়ে নিবে জীবন, দুরে চলে যাবে প্রিয়জন
যোজন যোজন দুরে থাকবে সবাই।
এতদিনের প্রিয়জন হয়ে যাবে অচেনা
কি নিষ্ঠুর তোমার খেলা ?
মৃত্যুর দ্বারপ্রান্তে দাঁড়িয়েও দেখবে না প্রিয়মুখ
পৃথিবী স্তম্ভিত, অসহায় মানুষ বা সভ্যতা ।
আরো কত লাশ চাও তুমি ?
বন্ধ করো, বন্ধ করো এ নিষ্ঠুর খেলা
হে বিধাতা ! তুমি রক্ষা কর
পরাভূত কর এই অচেনা, অদৃশ্য
মৃত্যুর দূতকে।
বাংলাদেশ সময়: ১:০৩ অপরাহ্ণ | শনিবার, ১৫ আগস্ট ২০২০
জাপানের প্রথম অনলাইন বাংলা পত্রিকা | pr placid