উত্তম সেন | সোমবার, ১০ আগস্ট ২০২০ | পড়া হয়েছে 215 বার
কংক্রিট দানবেরা দখলে নিয়েছে এ’শহর,
দু’এক ব্যতিক্রম ছাড়া গভীর রাত কোনো বিভীষিকা নয়;
দিনের আলোয় যত অশুভ আত্মার ঘোরাঘুরি!
ঘোর অমাবস্যার রাতে প্রিয় লাইটপোস্টগুলো একে একে
নিভে যায়। পোশাকধারী হুকুমের দাস অথবা অর্থের বিনিময়ে
নারী আর কুকুরেরা রাজা-রানী হয়; গড়ে নেয়
চুক্তিহীন নিজেদের রাজত্ব।
মগজের যান্ত্রিক কব্জাগুলো বার বার হিংস্র হয়,
আবার ক্লান্তি আনে- যখন মনে হয় আমি ছাড়া
জগতের সবাই রোবট! -এ বিশ্বাস গাঢ় থেকে গাঢ় হয়
তুমিও যখন এক চেহারার ভেতর
অনেক চেহারা লুকিয়ে পাহারা দাও!
মন ভাঙার হুকুমধারী ভাড়াটে শ্রমিকেরা
হাতুড়ি-শাবল হাতে দিনরাত খাটে। শুধু তুমি সেজে
কতজন ‘তুমি’ এসে অনেকের সামনে দাঁড়ায়!
হায়; মানুষের খোলস ছেড়ে একে একে আমরা সবাই,
কঠিনের হাত ধরে জেগে আছি ‘রোবট পাড়ায়’।
বাংলাদেশ সময়: ৩:২৯ অপরাহ্ণ | সোমবার, ১০ আগস্ট ২০২০
জাপানের প্রথম অনলাইন বাংলা পত্রিকা | pr placid