| রবিবার, ২১ জুন ২০২০ | পড়া হয়েছে 225 বার
শব্দটি যখন ভালোবাসা
আসাদ মান্নান
একটা শব্দের মধ্যে ইদানীং একটা আতঙ্ক
পোষা ময়নার মত সারাক্ষণ ডাকছে তো, চেঁচাচ্ছে!
শান্ত শিশু যেমন ময়নার বাচ্চা পেলে খুশি হয়,
কাঠি বা আঙুল দিয়ে টোকা মেরে মেরে তার সঙ্গে
কথা বলতে চায়- তাকে সতত অস্থির করে রাখে।
আমিও তেমন এক শিশু, যে শিশু সে-প্রিয় শব্দটাকে
আতঙ্কের হাত থেকে রক্ষা করে বেঁচে থাকতে চায়।
মাঝে মাঝে ইচ্ছে হয়ঃ অভিধান থেকে খুব যত্নে
শব্দটাকে তুলে এনে আমার বালিশে রাখি, যেন
ঘুমিয়ে পড়ার আগে তাকে দু’হাতে জড়িয়ে ধরে
আলতো করে চুমু খেতে পারি; তারপর চুমু খেতে খেতে
ভয় ডর তুচ্ছ করে ভাসতে ভাসতে আমি ভেসে যাই …
ভালোবাসা শব্দটিকে সমুদ্রের দিকে ছুড়ে বলি,
সমুদ্রে বয়ার মতো ভালোবাসা … কখনো ডোবে না।
বাংলাদেশ সময়: ৮:৩২ পূর্বাহ্ণ | রবিবার, ২১ জুন ২০২০
জাপানের প্রথম অনলাইন বাংলা পত্রিকা | pr placid