ওমর শাহ | রবিবার, ১৯ জুলাই ২০২০ | পড়া হয়েছে 270 বার
জাপানের জনপ্রিয় অভিনেতা হারুমা মিউরার আর নেই। মাত্র ৩০ বছর বয়সেই অকালে চলে গেলেন প্রতিভাবান এ অভিনেতা হারুমা মিউরা।
১৮ জুলাই স্থানীয় সময় দুপুর একটার দিকে রাজধানী টোকিওর নিজের বাসভবন থেকেই ঝুলন্ত অবস্থায় তার লাশ উদ্ধার করা হয়।
হাসপাতালে নিয়ে যাওয়ার পর কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন। প্রাথমিক তদন্তে পুলিশের ধারণা আত্মহত্যাই করেছেন এই জাপানি তারকা। তার বাড়ি থেকে সুইসাইড নোটও উদ্ধার করা হয়েছে।
ব্লাডি মানডে, লাস্ট সিন্ডেরেলা, গোকুসেন এর মতো একাধিক হিট টিভি সিরিজের পরিচিত মুখ হারুমা। খুব অল্প বয়সেই অভিনয় জীবনের শুরু মিউরার। মাত্র ৪ বছর বয়সে ‘আগরি’ ড্রামায় তাকে প্রথম দেখা যায়।
এরপর কোইজোরা (২০০৭) , কিমি নি তোদকে (২০১০)-র মতো হিট ছবিতে দেখা যায় তাকে। ২০১৫ সালে ফাইটার পাইলটের বাস্তব কাহিনী নির্ভর ছবি ‘দ্য ইটারনাল জিরো’তে অভিনয় করে পুরস্কার পান তিনি।
জাপানি থিয়েটার জগতের সঙ্গেও যুক্ত ছিলেন মিউরা। সোশ্যাল মিডিয়ায় দুদিন আগেই শেষ পোস্টটি করেন মিউরা। তার মৃত্যুতে শোকস্তব্ধ তার অনুরাগীরা।
মিউউরার জন্ম ১৯৯০ সালে টোকিওর উত্তর-পূর্বে ইবারাকী প্রদেশের সুচিউরা শহরে। তিনি ৪ বছর বয়সে শিশুদের থিয়েটার গ্রুপের সদস্য হন এবং ১৯৯৭ সালে শিশু অভিনেতা হিসাবে জাপানের সরকারি টেলিভিশন চ্যানেল এনএইচকে-র সকালের নাটক সিরিজে তিনি সবার পরিচিতি মুখ হন।
তথ্যসূত্র: মাইনিসি নিউজ ও জাপান টাইমস
বাংলাদেশ সময়: ৫:৪৬ পূর্বাহ্ণ | রবিবার, ১৯ জুলাই ২০২০
জাপানের প্রথম অনলাইন বাংলা পত্রিকা | pr placid