অনলাইন ডেস্ক | মঙ্গলবার, ১১ আগস্ট ২০২০ | পড়া হয়েছে 323 বার
মালয়েশিয়া পুলিশকে ২ লাখ টাকা ঘুষ দেওয়ার অভিযোগে এক বাংলাদেশিকে গ্ৰেপ্তার করেছে দেশেটির দুর্নীতি দমন কমিশন। মালয়েশিয়ার জহর বারুতে অবৈধ অভিবাসীদের ছাড়াতে ঘুষ প্রদান করে এক বাংলাদেশি।
দেশটির দুর্নীতি দমন কমিশনের বরাত দিয়ে দৈনিক স্টার জানিয়েছে, সম্প্রতি এক অভিযানে ১৭ জন অবৈধ অভিবাসীকে আটক করে পুলিশ। এসময় তাদের মুক্ত করতে একজন পুলিশ সদস্যকে আরএম ১০, হাজার (টাকা ২লাখ) হাতে তুলে দিলে ঘুষ দেওয়ার অভিযোগে বাংলাদেশিকে আটক করে দুর্নীতি দমন কমিশন। তবে গ্রেপ্তারকৃত বাংলাদেশির নাম প্রকাশ করেনি পুলিশ।
জোহরবারু (এমএসিসি) পরিচালক দাতুক আজমি আলিয়াস গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে বলেন, গ্রেপ্তারকৃত বাংলাদেশির বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনের ২০০৯ এর বি ১৭ ধারায় তদন্ত করা হচ্ছে বলে জানান।
বাংলাদেশ সময়: ৩:২৯ অপরাহ্ণ | মঙ্গলবার, ১১ আগস্ট ২০২০
জাপানের প্রথম অনলাইন বাংলা পত্রিকা | pr placid