| বুধবার, ১৭ জুন ২০২০ | পড়া হয়েছে 52 বার
তারা হলেন জামিলা আকতার উদ্দিন ও জয় চৌধুরী।
ব্রঙ্কসে জন্ম নেওয়া জামিলা ডিস্ট্রিক্ট-২৪ এর কমিটিওম্যান প্রার্থী এবং চট্টগ্রাম জেলার সন্দ্বীপের সন্তান জয় চৌধুরী ডিস্ট্রিক্ট-৩৪ এর প্রার্থী।
আসছে ২৩ জুন নিউ ইয়র্ক স্টেটে কংগ্রেসনাল ডিস্ট্রিক্ট, স্টেট সিনেট, অ্যাসেম্বলি, কমিটিম্যান ও কাউন্টি লিডারসহ বিভিন্ন পদে ডেমোক্রেটিক পার্টি প্রার্থী বাছাই নির্বাচন (প্রাইমারি) অনুষ্ঠিত হবে।
প্রাইমারিতে বিজয়ীরা চূড়ান্ত ভোটযুদ্ধে অবতীর্ণ হবেন ৩ নভেম্বর জাতীয় নির্বাচনের দিন।
বাংলাদেশ সময়: ৬:৩৯ পূর্বাহ্ণ | বুধবার, ১৭ জুন ২০২০
জাপানের প্রথম অনলাইন বাংলা পত্রিকা | Omar Saha