| শুক্রবার, ২২ মে ২০২০ | পড়া হয়েছে 70 বার
মারুফা আক্তার
– ভালোবাস?
– হুম,
– কাকে?
– তোমাকে
– হুহ, তিন মিথ্যে
– নাহ, তিন সত্য
– কতটুকুন?
– আকাশের নীল যতটুকু
– এত্তো!??
– হুম, তুমি বাসো?
– হুম!
– কতটা?
– রাতের আঁধারের ঘনত্ব যতটা
– ঠিক ততটা?
– হুম!
– ভালোবাসি
– জানি!
কি জানো?
– ভালোবাসো আমায়..
– মিথ্যে জানো
– কেন?
– আমি তোমায় ভালোবাসি না,
– তবে কাকে বাসো?
– আকাশের নীলকে!
– মিথ্যুক!
– খুউব!!!
বাংলাদেশ সময়: ৯:৪৮ পূর্বাহ্ণ | শুক্রবার, ২২ মে ২০২০
জাপানের প্রথম অনলাইন বাংলা পত্রিকা | pr placid