| শুক্রবার, ১৫ মে ২০২০ | পড়া হয়েছে 55 বার
এ নিয়ে গতকাল বৃহস্পতিবার নতুন করে জেলার ১২ জনের করোনা পজিটিভ হিসেবে রিপোর্ট এসেছে বলে জানান কক্সবাজারের সিভিল সার্জন ডা. মো. মাহবুবুর রহমান। তবে আক্রান্ত রোহিঙ্গারা কোন ক্যাম্পের তা তিনি নিশ্চিত করতে পারেননি।
বাকি ৯ জন কক্সবাজার সদর এবং একজন চকরিয়া উপজেলার বাসিন্দা।
সিভিল সার্জন জানান, গত মঙ্গলবার কক্সবাজারের আট উপজেলা, ৩৪টি রোহিঙ্গা ক্যাম্প, বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলা এবং চট্টগ্রামের লোহাগাড়া থেকে মোট ১৮৬ জন সন্দেহভাজন রোগীর নমুনা সংগ্রহ করা হয়।
পরীক্ষা করে ১২ জনের দেহে করোনা ভাইরাসটি পাওয়া যায়। তারা সবাই কক্সবাজারের। এ নিয়ে জেলায় করোনায় আক্রান্ত ১৩১ জন শনাক্ত হয়েছে। যদিও কক্সবাজার মেডিক্যাল কলেজ ল্যাবে পরীক্ষা হওয়া আক্রান্তের সংখ্যা ১৪৫ জন।
বাকিরা বান্দরবান এবং চট্টগ্রামের লোহাগাড়া ও সাতকানিয়ার বাসিন্দা।
বাংলাদেশ সময়: ৫:৫৮ পূর্বাহ্ণ | শুক্রবার, ১৫ মে ২০২০
জাপানের প্রথম অনলাইন বাংলা পত্রিকা | Omar Saha