| সোমবার, ১৮ মে ২০২০ | পড়া হয়েছে 51 বার
সংবাদমাধ্যমটি জানিয়েছে, ব্যবসায়িক প্রয়োজনে চীন ও দক্ষিণ কোরিয়া দুই দেশের সীমান্ত দিয়ে চলাচলের অনুমতি দিয়েছে। সেক্ষেত্রে ভ্রমণকারীকে অবশ্যই দেশ ছাড়ার আগে এবং অন্য দেশে প্রবেশের সময় করোনা টেস্টে নেগেটিভ শনাক্ত হতে হবে।
তবে সীমান্ত নিষেধাজ্ঞা তুলে নেয়ার ব্যাপারে এখনও বেশ সতর্ক জাপান। দেশটিতে ভ্রমণকারীদের জন্য করোনা টেস্ট কিটের সংকট রয়েছে। ফলে সীমান্ত খুলে দিলে দ্বিতীয়বার সংক্রমণ বৃদ্ধির আশঙ্কা করছে জাপানি কর্তৃপক্ষ।
এ বিষয়ে তাৎক্ষণিকভাবে জাপানের পররাষ্ট্র মন্ত্রণালয় কোনও মন্তব্য করেনি।
গত বৃহস্পতিবার জাপানের ৪৭টি প্রশাসনিক অঞ্চলের ৩৯টিতেই লকডাউন শিথিল করার ঘোষণা দিয়েছেন জাপানি প্রধানমন্ত্রী শিনজো আবে। তবে দেশটির অর্থনীতিতে এক-তৃতীয়াংশ অবদান রাখা বৃহত্তর টোকিও এখনও কড়া নিষেধাজ্ঞার আওতায় রয়েছে।
সরকারি হিসাবে, জাপানে এ পর্যন্ত ১৬ হাজার ৩০০ জনের মতো করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। মারা গেছেন ৭৪৮ জন।
যুক্তরাষ্ট্র-ইতালির মতো সংক্রমণের বিস্ফোরণ আটকাতে সক্ষম হলেও করোনা টেস্টের হারে এখনও নিচের দিকেই রয়েছে জাপান।
সূত্র : রয়টার্স
বাংলাদেশ সময়: ৫:৫৬ পূর্বাহ্ণ | সোমবার, ১৮ মে ২০২০
জাপানের প্রথম অনলাইন বাংলা পত্রিকা | Omar Saha