| বৃহস্পতিবার, ০৭ মে ২০২০ | পড়া হয়েছে 218 বার
বিবেকবার্তা ডেস্ক : মৌলিক নাট্যদলের ১১ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে মৌলিক চিন্তার সকল নাট্যযোদ্ধাদের প্রতি রইলো আমার মৌলিক ভালোবাসা। মৌলিক শব্দটা আমার কাছে খুব অর্থবহ। মৌলিকতত্ত্বই শ্রেষ্ঠত্বের প্রমাণ মেলে। মৌলিক নাট্যদলের নামকরণের সার্থকতা রয়েছে। আমাদের কাজ গুলোতে মৌলিকতার ছোঁয়া রয়েছে। একজন নাট্যকর্মী পৃথিবীর সেরা মানুষগুলোর মধ্যে একজন। নাট্যকর্মী নিজেও জানে না তারা সমাজের কত বড় ভূমিকা পালন করে আসছে। নাটক সমাজের দর্পন। এই দর্পন দিয়ে সমাজ রাষ্ট্র তার নিজের মুখ দেখে। আর সেই কাজটি করে থাকে নাট্যকর্মীরা। আমি আমার পরিচয় নিয়ে গর্বিত যে, আমি একজন নাট্যকর্মী। নাট্যকর্মীদের কোটি কোটি টাকা হয়ত হবে না কিন্তু বিলিয়ন বিলিয়ন ডলারের সম্মান হয়। নাট্যকর্মীরা তাদের কাজ দিয়ে আত্মার সাথে খেলা করে। মনের দিক দিয়ে একজন নাট্যকর্মীর চেয়ে ধনী কেউ নয়। আমাদের কাজটি আমারা খুব যত্ন নিয়ে করতে চাই। বিশ্বের সাথে তাল মিলিয়ে আমরা আমাদের যোগ্যতার পরিচয় দিতে চাই। প্রচেষ্টা মানুষকে সকল প্রতিকূলতা জয় করতে পারে তার উদাহরণ আমি নিজেই। আমার মাথার ব্রেইন ভালো ছিল না। আমি মঞ্চে দাঁড়াতে ভয় পেতাম। আমার কন্ঠ ভালো না। আমার অভিনয় ভালো ছিলো না। আমার প্রচেষ্টা আমাকে বাহবা এনে দিচ্ছে। সবাইকে মৌলিক ভালোবাসা জানাই। আবার পৃথিবী শান্ত হবে। আবার দেখা হবে। সকলের মঙ্গল-সুস্বাস্থ্য কামানা করি বন্ধু।
লেখক : সাজু আহেমদ, একজন নাট্যকর্মী।
বাংলাদেশ সময়: ৯:৪৫ পূর্বাহ্ণ | বৃহস্পতিবার, ০৭ মে ২০২০
জাপানের প্রথম অনলাইন বাংলা পত্রিকা | pr placid