বিপ্লব গোস্বামী | রবিবার, ১৪ ফেব্রুয়ারি ২০২১ | পড়া হয়েছে 41 বার
ও কে বললাম এসো প্রেম করি
আজ ভেলেন্টাইন ডে তে ;
ও বলল বলতো তবে প্রেম করিনি
এমন কোন দিনটিতে ?
আমাদের ভেলেন্টাইন ডে তো
প্রতি দিন -রাত ,প্রতিক্ষণ ;
প্রেম হীন,অনুরাগহীন একটি দিনও
কাটাইনি আমরা দুজন।
ভেলেন্টাইন দিন তো ওদের জন্য
যাদের প্রেম সস্তা অতি ;
যাদের প্রেম নয় অন্তর-আত্মার
যাদের প্রেম দেহের প্রতি।
যারা প্রেমের নামে অভিনয় করে
বছর বছর সঙ্গী পাল্টায় ;
যারা মত্ত পরকিয়ায়, আর বাকি
যারা দেহের জ্বালা মিটায়।
বাংলাদেশ সময়: ৯:৫৮ অপরাহ্ণ | রবিবার, ১৪ ফেব্রুয়ারি ২০২১
জাপানের প্রথম অনলাইন বাংলা পত্রিকা | pr placid