।এহসান গাজী, ওয়ারাবী। | শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২০ | পড়া হয়েছে 164 বার
৩রা সেপ্টেম্বর বৃহস্পতিবার জাপান শাখা ছাত্রলীগের সহ সাধারণ সম্পাদক রাহ সোহেলের জন্মদিন উপলক্ষে তার বন্ধুরা মিলে ঘরোয়াভাবে দিবসটি উদযাপন করে। এ উপল ছাক্ষে তাকে পূর্ব পরিকল্পনা ছাড়াই কোনোকিছু না জানিয়ে হঠাত করে বাসায় কেক নিয়ে হাজির হয়। এভাবে তাকে সারপ্রাইজ দিতে দেখে সে আনন্দে আপ্লুত হয়।
এসময় আমন্ত্রীতদের মধ্যে উপস্থিত ছিলেন বিবেকবার্তা সম্পাদক পি আর প্ল্যাসিড, দেব বিশ্ব, মো নাজিম প্রমূখ। মধ্যরাত পর্যন্ত এ উপলক্ষে সবাই মিলে বেশ আনন্দ ফুর্তি করেন। রাতের বিশেষ খাবার শেষে সবাই মিলে কেক কেটে দিবসটিকে স্মৃতির পাতায় ধরে রাখার ব্যবস্থা করা হয়।
বাংলাদেশ সময়: ১০:১৮ অপরাহ্ণ | শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২০
জাপানের প্রথম অনলাইন বাংলা পত্রিকা | pr placid