।আসিফ সরকার। | মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২০ | পড়া হয়েছে 677 বার
বি এন পি জাপান শাখা কর্তৃক গত ৬ সেপ্টেম্বর ২০২০, টোকিওতে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ৪২ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় জাপান বি এন পি-র নতুন কমিটি ঘোষাণা করার তারিখ ঘোষণা করা হয়। বলা হয়, আগামী সাতই নভেম্বর বিপ্লব দিবস উপলক্ষে আয়োজিত বিশেষ অনুষ্ঠানে নতুন কার্যকরী পরিষদ ঘোষণা করা হবে।
এই মর্মে দলটির সিনিয়র ভাইস প্রেসিডেন্ট জনাব মনি এমদাদ জানান বিশিষ্ট গাড়ি ব্যবসায়ী বর্তমান জাপান বি এন পি-র সিনিয়র উপদেষ্টা দলটির দায়িত্ব নিতে সম্মত হয়েছেন। এখন থেকে আশা করা যাচ্ছে জাপানে শহীদ প্রেসিডেন্ট জিয়ার আদর্শে বিশ্বাসী সকলে নতুন এই কমিটির অধিনে থেকে কাজ করবেন এবং আল-হাজ্ব এস ইসলাম নান্নুর সুযোগ্য নেতৃত্ব মেনে জাপানে সকলে শান্তিপূর্ণভাবে দলের কাজ করবে।
বাংলাদেশ সময়: ৭:৫৪ পূর্বাহ্ণ | মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২০
জাপানের প্রথম অনলাইন বাংলা পত্রিকা | pr placid