পি আর প্ল্যাসিড | মঙ্গলবার, ১৪ সেপ্টেম্বর ২০২১ | পড়া হয়েছে 477 বার
বিবেকবার্তা আগের মতো নিউজ সাইট হিসেবে আর চলছে না। এখন থেকে শিল্প সাহিত্য, বিনোদন, খেলাধূলা এসব নিয়ে লেখা দিয়েই থাকছে বিবেকবার্তার পাতা ভরপুর। সুতরাং আমাদের এ সকল বিভাগে যারা নিয়মিত লিখছেন তাদের প্রাধান্য বরাবরের মতো আগামীতেও থাকছে। পাশাপাশি টোকিও বাংলা নিউজ নামে নতুন একটি নিউজ পোর্টাল আসছে। আমরা বিবেকবার্তার পক্ষ থেকে সেই পোর্টাল এবং এর সাথে যারা জড়িত তাদের শুভ ও সাফল্য কামনা করছি।
দীর্ঘদিন যারা এই বিবেকবার্তার দিকে নতুন কিছুর জন্য চোখ রেখেছেন তারা টোকিও বাংলা নিউজ ডট কম-এর দিকে চোখ রাখুন।
সারা পৃথিবী যেখানে করোনা পেন্ডামিকে হতাশা আর অস্থিরতায় দিন যাপন করছেন তাদের বলছি, এরই মধ্য দিয়ে আমাদের দিনাতিপাত করতে হবে। সুতরাং সকলে সাবধানে থাকবেন। সুস্থ থাকবেন, অপরকেও আপনার মতোই রাখার চেষ্টা করবেন। তবেই আমরা সকলে ভালো থাকবো।
জাপানে বেশ কিছুদিন আগেই সম্পন্ন হয়ে গেলো আকাঙ্খিত অলিম্পিক। প্রত্যাশিত ফলাফল কতোটা আকাঙ্খা পূরণ করেছে জানি না। সবচেয়ে বড় বিষয় সুন্দর এবং সুষ্ঠুভাবে জাপান এবারের এই আয়োজনকে সম্পন্ন করতে পেরেছে এজন্য ক্রীড়ামোদিরাও আনন্দিত। এখন অপেক্ষা আগামীর আয়োজনের দিকে।
সম্প্রতি বিশ্বরাজনীতিতে আলোচনার শীর্ষে উঠে এসেছে আফগানিস্তান এবং তালেবান। এটা আর বলার অপেক্ষা রাখে না যে তারা কি বলছে আর কি করছে। আগামীতে কি করতে পারে এই শাসক এটা কমবেশি সকলের ধারনা হয়ে গেছে। সে যা-ই হোক আমাদের প্রত্যাশা পৃথিবী শান্ত থাকুক, মানবকুলে শান্তি বিরাজ করুক। সেই প্রত্যাশা করছি।
পি আর প্ল্যাসিড
সম্পাদক, বিবেকবার্তা ডট নেট।
জাপান।
বাংলাদেশ সময়: ১২:৪৮ অপরাহ্ণ | মঙ্গলবার, ১৪ সেপ্টেম্বর ২০২১
জাপানের প্রথম অনলাইন বাংলা পত্রিকা | rita rita