ওমর শাহ | সোমবার, ১২ অক্টোবর ২০২০ | পড়া হয়েছে 161 বার
না ফেরার দেশে চলে গেছেনজাপানের জনপ্রিয় মিউজিক কম্পোজার কিওহেই সুসুমিতো। দেশটির বার্তা সংস্থা কাইদো নিউজ জানায় গত বুধবার তিনি মৃত্যুবরণ করেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮০ বছর হয়েছিল।
জাপানে ৭০ এবং ৮০ দশকের সাড়া জাগানো মিউজিক এ কম্পোজার । তার মোট কম্পোজ করা গানের সংখ্যা তিন হাজারের বেশি।
হাজার ১৯৬৯ সালে তার প্রথম পদচলা শুরু হয় জাপানের সঙ্গীতের জগতে। এরপর থেকেই তাঁকে আর পিছু নিতে হয় নি।
একের পর এক গানের কম্পোজ করে তিনি বিখ্যাত কম্পোজার বনে গেছেন জাপানের সঙ্গীত ভুবনে। তার মৃত্যুতে জাপানের সঙ্গীত ভুবনে সুখের ছায়া নেমে এসেছে।
আশির দশকে এই মিউজিক কম্পোজার এর গান ‘”নানটাটু আইডল” সুপার-ডুপার হিট করে। এছাড়া জাপানের অভিনেতা ও জনপ্রিয় সংগীতশিল্পী আইয়ামে ইয়োসোহীদ তার গান গেয়ে সুপারহিট বনে গেছেন।
তথ্যসূত্র: কায়দো নিউজ
সম্পাদনা: পি আর প্ল্যাসিড
বাংলাদেশ সময়: ৬:১৬ অপরাহ্ণ | সোমবার, ১২ অক্টোবর ২০২০
জাপানের প্রথম অনলাইন বাংলা পত্রিকা | pr placid