ওমর শাহ | শুক্রবার, ২৮ আগস্ট ২০২০ | পড়া হয়েছে 241 বার
করোনা বিস্তার ঠেকাতে জাপানের রাজধানী টোকিওর রেস্তোঁরাগুলোকে কিছু সময় খোলা রাখার নির্দেশনা দিয়েছে টোকিও স্থানীয় সরকার। যারা সরকারের নির্দেশ মানবে তাদের নগদ অর্থ সহায়তা দেওয়ার কথা বলা হয়েছে টোকিও সরকারের পক্ষ থেকে।
টোকিও গভর্নর ইউরিকো কাইকো ২৭ আগস্ট (বৃহস্পতিবার) এ সংক্রান্ত একটি ঘোষণা প্রকাশ করেছেন। কিছু সময় খোলা রাখার কারণে ব্যবসায়িক ক্রিয়াকলাপ হ্রাস পাচ্ছে রাজধানী টোকিওর প্রায় ২৩ টি ওয়ার্ডের খাদ্য সরবরাহকারী প্রতিষ্ঠানের।
টোকিওতে রেস্তোঁরা, ইটারিজ ও মদ সরবরাহকারীসহ, সব খাদ্য ও পানীয় সরবরাহকারী প্রতিষ্ঠানগুলোকে রাত ১০ টার মধ্যে পরিষেবা বন্ধ করতে বলা হয়েছিল স্থানীয় সরকারের পক্ষ থেকে।
করোনা সংক্রমণের ঝুঁকি হ্রাস করতে রাজধানীর ২৩ টি ওয়ার্ডের মধ্যে অবস্থিত রেস্তোঁরাগুলোকে ১৫ সেপ্টেম্বর পর্যন্ত ব্যবসায়ের সময় সীমাবদ্ধ রাখতে বলা হয়েছে। যারা এ নিয়ম মেনে চলবে তাদের নগদ ১, ৫০,০০০ ইয়েন দেয়া হবে বলেও জানান টোকিও গভর্নর।
তবে ২৩ টি ওয়ার্ডের বাইরে অবস্থিত খাদ্য ও পানীয় সরবরাহ প্রতিষ্ঠানগুলো বেশি সময় ধরে খোলা রাখতে পারবে। সে ক্ষেত্রে তাদের সরকারের দেওয়া স্বাস্থ্য বিধি অনুসরণ করতে বলা হয়েছে।
মেট্রোপলিটন সরকারের করোনা ভাইরাস টাস্ক ফোর্সের বৈঠককালে কাইকো বলেন, “এই পর্যায়ে সীমাবদ্ধ ব্যবস্থা খুব তাড়াতাড়ি নেয়া হবে। নতুন আক্রান্তের সংখ্যা হ্রাস পাচ্ছে তবে হ্রাসের হার ও গুরুতর আক্রান্তের সংখ্যাও ক্রমবর্ধমান হওয়ায় বিষয়টি বেশ উদ্বেগজনক।”
তথ্যসূত্র: জাপান টাইমস
সম্পাদনা : পি আর প্ল্যাসিড
বাংলাদেশ সময়: ৪:৫৯ অপরাহ্ণ | শুক্রবার, ২৮ আগস্ট ২০২০
জাপানের প্রথম অনলাইন বাংলা পত্রিকা | pr placid