ওমর শাহ | রবিবার, ১১ অক্টোবর ২০২০ | পড়া হয়েছে 76 বার
জাপান বিজ্ঞান পরিষদের মনোনীত ছয়জন প্রার্থীকে সরকারের প্রত্যাখ্যানের বিষয়ে একটি জরুরি বিবৃতি প্রকাশ করেছে জাপানের ৯০টির বেশী গবেষণা সংগঠন।
সবগুলো সংগঠন প্রাকৃতিক বিজ্ঞানের সঙ্গে সংশ্লিষ্ট। এগুলোর মধ্যে, জাপান ভৌত গবেষণা সংগঠন, জৈব বিজ্ঞান সংগঠনগুলোর জাপান সমিতি এবং জাপান ভূবিজ্ঞান সমিতি অন্তর্ভুক্ত রয়েছে।
গতকাল প্রদত্ত বিবৃতিতে, এই পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করা হয়। এতে বলা হয়, সংগঠনগুলো আশঙ্কা করছে যে প্রত্যাখ্যানের পদক্ষেপটি কয়েকজন বিজ্ঞানীর মতামতকে উপেক্ষা করার প্রচেষ্টা হতে পারে।
বিবৃতিতে উল্লেখ করা হয়, সরকার মনোনীত প্রার্থীদের প্রত্যাখ্যানের কারণ সম্পর্কে কিছুই জানায়নি যাদের সবাই সরকারী নীতির সমালোচক। এছাড়া, আলোচনার মাধ্যমে দ্রুত বিষয়টি সমাধানের আহ্বানও এতে জানানো হয়।
বাংলাদেশ সময়: ৬:০৩ অপরাহ্ণ | রবিবার, ১১ অক্টোবর ২০২০
জাপানের প্রথম অনলাইন বাংলা পত্রিকা | Omar Saha